বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৯ অনুসারে প্রত্যেকটি ইউনিয়ন প্রশাসনের একাংশ হবে। সর্ব নিন্ম ১৫০০০ লোক অধ্যুষিত পল্লী এলাকা নিয়ে একটি ইউনিয়ন গঠিত হতে পারে। প্রতিটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত থাকবে। ১জন চেয়ারম্যান এবং সংরক্ষিত আসেনর ৩জন সদস্যসহ ১৩জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হবে।
# চেয়ারম্যান (১ জন) - ইউনিয়ন বাসীর প্রাপ্ত বয়স্ক ভোটারদের ভোটে নির্বাচিত হবেন।
# সদস্য (৯ জন) - প্রতিটি ওয়ার্ড হতে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাপ্ত বয়স্ক ভেটারদের ভোটে নির্বাচিত হবেন।
# সংরক্ষিত আসনে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের উদ্দেশ্যে একটি ইউনিয়নকে ৩টি ওয়ার্ডে বিভক্ত করতে হবে এবং ঐ ৩টি ওয়ার্ডের প্রতিটি থেকে প্রাপ্ত বয়স্ক ভোটারদের ভোটে ১জন করে মহিলা সংরক্ষিত আসনের সদস্য হবেন।
প্রতিটি ইউনিয়ন পরিষদের মেয়াদ পরিষদ গঠিত হবার পর প্রথম সভার তারিখ হতে ৫ (পাঁচ) বছর পর্যন্ত। চেয়ারম্যান ও সদস্যের নাম সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার তারিখ হতে পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রথম সভা আহবান করতে হবে। প্রত্যেক চেয়ারম্যান ও সদস্য নির্ধারিত পদ্ধতিতে তার কার্যভার গ্রহনের পুর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে শপথ গ্রহন করবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS