১৯৬০ সালে প্রথমে ৩১৩নং বান্দরবান মৌজা, ৩৩৭নং বালাঘাটা, ৩২৫ নং কোলাক্ষ্যং, ৩১৮ নং কুহালং ৩২৪নং চেমী, ৩১৯নং রাজবিলা ও ৩৪৮নং হ্লাপাইক্ষ্যং সহ ৭টি মৌজা নিয়ে ১নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরবর্তীতে ১৯৮৩-১৯৮৪ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে বান্দরবান সদর ইউনিয়নটি ভেঙ্গে ৩টি ইউনিয়ন করা হয়। ইউনিয়ন গুলোর নামকরণ করা হয় ১নং রাজবিলা, ২নং কুহালং, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন।৩১৯নং রাজবিলা মৌজা নিয়ে ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। অত্র ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৭৫% । এই এলাকার জনগণ কৃষি ও জুম চাষের উপড় নির্ভর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS