Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

১। জন সাধারণের ব্যবহার্য পথ ও জনপদের ব্যবাস্থা করন ওরক্ষনা বেক্ষণ।

২। জন সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত, ময়দান, বাগান ও খেলার মাঠের ব্যবস্থাকরণ ও রক্ষণাবেক্ষণ।

৩। জন সাধারণের ব্যবহার্য পথ জনপদ ও স্থান সমূহে আলোর ব্যবস্থা করন।

৪। সার্বিকভাবে বৃক্ষরোপন ও বৃক্ষ সংরক্ষণ এবং বিশেষভাবে জনসাধারনের ব্যবহার্য পথ, জনপথ ওস্থান সমহে বৃক্ষরোপন ওসংরক্ষণ।

৫।গোরস্থান ও শ্বাশান, জনসাধারনের সভানুষ্টানের স্থান এবং সাধারনের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা।

৬। ভ্রমনকারীদের থাকার বাসস্থানের বন্দোবস্তকরণ ও তাহা রক্ষণা-বেক্ষণ।

৭। জন সাধারনের ব্যবহার্য পথ,জনপথ এবং স্থানসমূহে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।

৮। জন সাধারনের ব্যবহার্য পথ, জনপথ এবং স্থানসমূহে গণ উপদ্রবপ্রতিরোধ ও হ্রাসকরণ।

৯। ইউনিয়নের পরিস্কার পরিচছন্নতা রক্ষার্থে স্বাস্থ্যকর ব্যবস্থা উৎকর্ষ সাধন, তত্ত্বাবধান এবং অন্যান্য ব্যবস্থাদি গ্রহন।

 

১০। আবর্জনা সংগ্রহ, অপসারণ ও বিনষ্টকরণ এবং জনপথের পরিচছন্নতা নিয়ন্ত্রণ।

১১।অপরাধজনক এবং বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রণ।

১২। পশুর মৃতদেহ বিনষ্টী করণ ও নিয়ন্ত্রণ।

১৩।পশু জবাই নিয়ন্ত্রণ।

১৪।ইউনিয়নের গৃহনির্মাণ ও পুণঃনির্মাণ নিয়ন্ত্রণ।

১৫। বিপদজনক গৃহ ও অবকাঠামো নিয়ন্ত্রণ।

১৬। কুপ, টিউবওয়েল, পুকুর, দীঘি এবং পানি সরবরাহের অন্যান্য উৎস নিয়ন্ত্রণ ও রক্ষণ বেক্ষণ।

১৭। পানীয় জল সরবরাহের উৎস সমূহ দূষিতকরণ হতে রক্ষার ব্যবস্থাকরণ। 

১৮। জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলিয়া সন্দেহকৃত কুপ, পুকুর এবং অন্যান্য উৎসের পানি ব্যবহার নিষিদ্ধকরণ।

১৯। পানীয় জল হিসাবে ব্যবহারের জন্য সংরক্ষিত কুপ, পুকুর বা অন্যান্য উৎসে বা উহার নিকটে গবাদী পশুকে পানি পান করানো, গোসল করানো ও ধোয়া নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২০। পুকুর অথবা পানি সরবরাহের অন্যান্য উৎসে বা উহার নিকট কোন পাট বা অন্যান্য উদ্ভিদ ভেজানো নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২১। আবাসিক এলাকায় চামড়া রং করা প্রক্রিয়াজাতকরণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২২। আবাসিক এলাকায় মাটি খনন, পাথর বা অন্য কিছু খনন করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২৩। আবাসিক এলাকায় ইটের ভাটি, কুনভকার শালা এবং অন্যান্য চুল্লি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণ।

২৪। গবাদি পশু এবং অন্যান্য পশু বিক্রির স্বেচ্ছাকৃত নিবন্ধকরণ।

২৫। মেলা প্রদর্শনীর ব্যবস্থাকরণ।

২৬। সাধারনের উৎসবাদি উদ্যাপন।

২৭। অগ্নিকান্ড, বন্যা, ভয়াবহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্য্যের ব্যবস্থাকরণ।

২৮। বিধবা, এতিম এবং গরীব দুঃস্থদের ত্রাণের ব্যবস্থাকরণ।

২৯। সাধারনের ক্রীড়া ও খেলাধূলার প্রসার।

৩০। শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন এবং গ্রামীণ শিল্পের প্রসার ও উন্নয়ন।

৩১। খাদ্য উৎপাদন বৃদ্ধিও পদক্ষেপ গ্রহন। 

 

৩২। পরিবেশ সংরক্ষনের ব্যবস্থাকরণ।

৩৩। গবাদী পশুর খোয়াড়ের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থাকরণ।

৩৪। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করণ।

৩৫। লাইব্রেরী এবং পড়ার ঘরের ব্যবস্থা করণ।

৩৬। ইউনিয়ন পরিষদের অনুরূপ কার্যে নিয়োজিত সাংগঠনিক সমূহের সহিত সহযোগিতা।

৩৭। জেলা প্রশাসনের নির্দেশনার অধীনে শিক্ষার প্রসারের সহযোগিতা।

৩৮। ইউনিয়নের বাসিন্দা অথবা আগন্তুকদের কল্যাণ, স্বাস্থ্য, নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য, সুযোগ-সুবিধা প্রসারের জন্য যে কোন প্রকার উদ্যোগ গ্রহন।

(৩) সর্বোপরি জাতীয়, বিভাগীয় এবং জেলা, উপজেলা প্রশাসন কর্তৃক যে কোন সময় বা তৎকর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তার নিকট রেকর্ডপত্র উপস্থাপন, সন্তোষজনক জবাব এবং প্রতিবেদন দাখিল নিশ্চিত করা।