জুলাই/২০১৫ খ্রিঃ মাসের রাজবিলা ইউনিয়ন মাসিক উন্নয়ন সমন্বয় সভা আগামী ০৯/০৭/২০১৫ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা সময় রাজবিলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে (ইউডিসি) অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ,সময় ও স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ইউপি সকল সদস্য-সদস্যা এবং ইউনিয়ন মাঠ পর্যায় কর্মরত সকল সরকারি-বেসরকারিবৃন্দ ও রাজবিলা ইউনিয়ন সিডিএফ কমিটির সকল সদস্যদের বিশেষ অনুরোধ করা হচ্ছে।
অনিবার্য কোন কারণ বশতঃ সভা অনুষ্ঠানের স্থান বা তারিখ পরিবর্তন হলে যথারীতি জানিয়ে দেয়া হবে।
(স্বাক্ষর অস্পষ্ট)
ক্যসিংশৈ মারমা
চেয়ারম্যান
১নং রাজবিলা ইউনিয়ন পরিষদ
বান্দরবান সদর,বান্দরবান।
মোবাঃ ০১৮ ২০৪০ ০২১৩.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস